রসায়ন বিষয়ক সমস্ত উদাহরণ
পদার্থের অবস্থা ও তাদের পরিবর্তন
কঠিন পদার্থঃ বালু, পাথর, লবণতরল পদার্থঃ পানি, পেট্রোল, কেরোসিন, ভোজ্য তেল
গ্যাসীয় পদার্থঃ পানি, পেট্রোল, কেরোসিন, ভোজ্য তেল
ঊর্ধ্বপাতিত পদার্থঃ কর্পুর, গন্ধক, আয়োডিন, ন্যাপথালিন, নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, আর্সেনিক, বেনজোয়িক এসিড
মিশ্র পদার্থঃ বায়ু
খাঁটি পদার্থঃ হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সোনা, তামা, লোহা ইত্যাদি
যৌগিক পদার্থঃ পানি
ভৌত পরিবর্তনের উদাহরণঃ
⇨ পানিকে ঠাণ্ঠা করে বরফে এবং তাপ দিয়ে জলীয় বাষ্পে পরিণত করা
⇨ একটি লোহার টুকরাকে চুম্বক দ্বারা ঘর্ষণ করে চুম্বকে পরিণত করা
⇨ তাপ দিয়ে মোম গলানো
রাসায়নিক পরিবর্তনের উদাহরণঃ
⇨ লোহার মরিচা ধরা
⇨ দুধকে ছানায় পরিণত করা
⇨ চাল সিদ্ধ করে ভাতে পরিণত করা
⇨ দিয়াশলাইলের কাঠি জ্বালানো
পদার্থের গঠন
* যৌগমূলকঃ অ্যামোনিয়াম, নাইট্রেট, নাইট্রাইট, সালফেট, সালফাইট
পরমাণুর গঠন
* মৌলিক কণিকাঃ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন
* হাইড্রোজেনের আইসোটোপঃ প্রোটিয়াম, ডিউটোরিয়াম, ট্রিটিয়াম
* ইউরেনিয়াম এর আইসোটোপঃ 23492U, 23592U, 23892U
* পারমাণবিক চুল্লীতে বহুল ব্যবহৃত আইসোটোপঃ 23592U
* আইসোটোনঃ সিলিকন ( 3014Si) ফসফরাস (3115P)এবং সালফার (3216S) পরস্পর আইসোটোন
* আইসোবারঃ কপার (6429Cu)এবং জিংক (6430Zn) পরস্পরের আইসোবার
ধাতব পদার্থ ও তার যৌগমূলক
* যেসব ধাতুকে আঘাত করলে শব্দ হয় না ⇨ অ্যান্টিমনি
* সবচেয়ে হালকা ধাতুঃ লিথিয়াম
* সবচেয়ে ভারী ধাতুঃ অসমিয়াম (Os), ইরিডিয়াম (Ir), প্লাটিনাম (Pt)
* ধাতুর সক্রিয়তা ক্রমঃ পটাসিয়াম (K)> সোডিয়াম (Na)> ক্যালসিয়াম (Ca)> ম্যাগনেসিয়াম (Mg)> অ্যালুমিনিয়াম (Al)> দস্তা (Zn)> লোহা (Fe)> টিন (Sn)> লেড (Pb)> হাইড্রোজেন (H)> কপার (Cu)> পারদ (Hg)> রূপা (Ag)> প্লাটিনাম (Pt) > সোনা (Au)
* অভিজাত ধাতুঃ সোনা, রূপা, প্লাটিনাম, রোডিয়াম, প্যালাডিয়াম
* সবচেয়ে মূল্যবান ধাতুঃ প্লাটিনাম
* ক্ষার ধাতুঃ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাসিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্র্যান্সিয়াম (পর্যায় সারণির IA গ্রুপের মৌলসমূহ)
* মৃৎক্ষার ধাতুঃ বেরিলিয়াম (Be), ম্যাগনেসিয়াম (Mg), ক্যালসিয়াম (Ca), স্ট্রনসিয়াম (Sr), বেরিয়াম (Ba), রেডিয়াম (Ra)
* খনিজ ধাতুঃ লোহা, সোনা, রূপা, তামা
* সোডিয়ামের আকরিকসমূহঃ রকসল্ট (NaCl), চিলি সল্টপিটার (NaNO3), ন্যাট্রোন (NaHCO₃), বোরাক্স (Na2B4O7.10H2O)
* ম্যাগনেসিয়ামের আকরিকসমূহঃ অ্যাসবেসটস, ইপসম লবণ (MgSO4.7H2O)
* ক্যালসিয়ামের আকরিকসমূহঃ চুনাপাথর (CaCO3), জিপসাম (CaSO4.2H2O),
ডলোমাইট [CaMg(CO3)2]
* আয়রনের আকরিকসমূহঃ ম্যাগনেটাইট, হেমাইট, আয়রন পাইরাইটস (FeS2), লিমোনাইট
* অ্যালুমিনিয়ামের আকরিকসমূহঃ বক্সাইট, কোরান্ডাম, ক্রায়োলাইট
* লেড এর আকরিকসমূহঃ গ্যালেনা বা লেড সালফাইট(PbS)
* কপারের আকরিকসমূহঃ কপার পাইরাইটস
* পটাসিয়ামের আকরিকসমূহঃ সল্টপিটার (KNO3)
* জিংকের আকরিকসমূহঃ জিংক ব্লেড (ZnS)
* কালোসোনাঃ জিরকন, ম্যাগনেটাইট, ইলমেনাইট, কোরান্ডাম, মোনাজাইট, রুটাইল
সোডিয়ামের যৌগসমূহঃ
⇨ খাবার লবণঃ সোডিয়াম ক্লোরাইড (NaCl)
⇨ টেস্টিং সল্টঃ মনোসোডিয়াম গ্লুটামেট বা সোডিয়াম গ্লুটামেট (C5H8NO4Na)
⇨ কস্টিক সোডাঃ সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH)
⇨ খাবার সোডাঃ সোডিয়াম বাইকার্বনেট (NaHCO3)
⇨ সোডা অ্যাসঃ অনার্দ্র সোডিয়াম কার্বনেট (Na2CO3)
⇨ কাপড় কাচা সোডাঃ আর্দ্র সোডিয়াম কার্বনেট (Na2CO3.10H2O)
⇨ গ্লুবার লবণঃ আদ্র সোডিয়াম সালফেট (Na2SO4.10H20)
⇨ হাইপোঃ সোডিয়াম থায়োসালফেট (Na2S2O3)
* অ্যালুমিনিয়ামের যৌগসমূহঃ
⇨ ফিটকিরি বা পটাশ এলামঃ আদ্র পটাসিয়াম সালফেট অ্যালুমিমিয়াম সালফেট [K2(SO4).Al2(SO4)3.24H2O]
* ক্যালসিয়ামের যৌগসমূহঃ
⇨ চকঃ ক্যালসিয়াম কার্বনেট (CaCO3)
⇨ চুনঃ ক্যালসিয়াম অক্সাইড (CaO)
⇨ কলিচুন বা স্ল্যাকেড লাইমঃ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড (CaOH)
⇨ সোডা লাইমঃ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ (CaHNaO2)
⇨ প্লাস্টার অব প্যারিসঃ আংশিক অনার্দ্র ক্যালসিয়াম সালফেট (CaSO4.½12H2O)
⇨ ব্লিচিং পাউডারঃ ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট (Ca(OCl)Cl
* জিংক বা দস্তার যৌগসমূহঃ
⇨ সাদা ভিট্রিওলঃ আর্দ্র জিঙ্ক সালফেট (ZnSO4.7H2O)
⇨ গ্রীন ভিট্রিওলঃ আর্দ্র ফেরাস সালফেট (FeSO4.7H2O)
⇨ ব্লু ভিট্রুওল বা তুঁতেঃ আর্দ্র কপার সালফেট (CuSO4.5H2O)
* আয়রন বা লোহার যৌগসমূহঃ
⇨ কাস্ট আয়রন বা পিগ আয়রন
⇨ স্টীল বা ইস্পাত
⇨ রট আয়রন বা পেটা লোহা
* সংকর ধাতুসমূহঃ
⇨ ব্রোঞ্জঃ ৯০% তামা (Cu)+ ১০ টিন (Sn)
⇨ পিতলঃ ৮০% তামা (Cu) + ২০% জিঙ্ক (Zn)
⇨ গান মেটালঃ ৮৮% তামা (Cu) +১০% টিন (Sn) + ২% জিঙ্ক (Zn)
⇨ ডুরালামিনঃ অ্যালুমিনিয়াম (৯৫%) + কপার (৩-৪%) + ম্যাগনেসিয়াম (০.৫-১.৫%) + ম্যাঙ্গানিজ (০.৫-১%)
⇨ টাইপ মেটালঃ ৭৫% সীসা (Pb) + ২০% অ্যান্টিমনি (Sb) + ৫% টিন (Sn)
⇨ স্টেইনলেস টিনঃ ৭৩% লোহা (Fe) + ১৮% ক্রোমিয়াম (Cr) + ৮% নিকেল (Ni)+ ১% কার্বন (C)
অধাতব পদার্থ
* অধাতব পদার্থসমূহঃ হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপটন, জেনন, রেডন
* বিদ্যুৎ সুপরিবাহী অধাতু পদার্থ ⇨ গ্রাফাইট
* তাপ সুপরিবাহী অধাতু পদার্থ ⇨ হাইড্রোজেন
* সাধারণ তাপমাত্রায় তরল অধাতু ⇨ ব্রোমিন
* বহুরূপী মৌলসমূহঃ কার্বন (C), ফসফরাস (P), সিলিকন (Si), সালফার (S), জার্মেনিয়াম (Ge), বোরন (B), টিন (Sn)
* টিন ধাতুর রুপভেদ তিনটিঃ ধূসর টিন, সাদা টিন, রম্বিক টিন।
* কার্বনের রুপভেদসমূহঃ
⇨ অদানাদার কার্বনঃ কোক কাবন, চারকোল, কয়লা, কার্বন
⇨ দানাদার কার্বনঃ গ্রাফাইট, হীরক
* ফসফরাসের রুপভেদসমূহঃ লোহিত ফসফরাস, শ্বেত ফসফরাস
* সালফারের রুপভেদসমূহঃ রম্বিক সালফার, মনোক্লিনিক সালফার
* প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ ⇨ হীরক
* কোমল পানীয়ঃ কোকাকোলা, পেপসিকোলা
* হ্যালোজেনসমূহঃ ফ্লোরিন (F), ক্লোরিন (Cl), ব্রোমিন (Br), আয়োডিন (I) [পর্যার সারণির VIIA গ্রুপের মৌলসমূহ]
* হ্যালোজেন এসিডসমূহঃ HF, HCl, HBr, HI
* হ্যালোজেনের সক্রিয়তার ক্রমঃ HI > HBr > HCl > HF
* নিস্ক্রিয় গ্যাসসমূহ (৬টি): হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন (Kr), জেনন (Xe), রেডন (Rn)
* তেজষ্ক্রিয় নিষ্ক্রিয় মৌলঃ রেডন (Rn)
এসিড, ক্ষার ও লবণ
এসিডসমূহঃ সালফিউরিক এসিড (H2SO4), নাইট্রিক এসিড (HNO3)
ক্ষারকসমূহঃ সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH), ক্যালসিয়াম অক্সাইড (CaO), ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড (MgOH)
ক্ষারসমূহঃ সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH), পটাসিয়াম হাইড্রোক্সাইড (KOH)
লবণসমূহঃ
⇨ সোডিয়াম ক্লোরাইড (NaCl)
⇨ ম্যাগনেসিয়াম ক্লোরাইড (MgCl2)
⇨ ক্যালসিয়াম ক্লোরাইড (CaCl2)
⇨ পটাসিয়াম নাইট্রেট (KNO3)
⇨ ক্যালসিয়াম বাইকার্বনেট (CaHCO3)
⇨ ম্যাগনেসিয়াম বাইকার্বনেট (MgHCO3)
⇨ ক্যালসিয়াম সালফেট (CaSO4)
⇨ ম্যাগনেসিয়াম সালফেট (MgSO4)
* এসিড-ক্ষার নির্দেশকসমূহঃ লিটমাস, ব্রোমোফেনল, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনলফথ্যালিন, ব্রোমোক্রিসল ব্লু
* পানির অস্থায়ী খরতার জন্য দায়ী লবণঃ ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট
* পানির স্থায়ী খরতার জন্য দায়ী লবণঃ ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড
রাসায়নিক ক্রিয়া
বিজারক পদার্থঃ সকল ধাতু, হাইড্রোজেন, কার্বন
জারক পদার্থঃ অক্সিজেন, ফ্লোরিন,ববৃরোমিন, আয়োডিন, পটাসিয়াম ডাইক্রোমেট, পটাসিয়াম পারম্যাঙ্গানেট, নাইট্রিক এসিড, উত্তপ্ত গাঢ় সালফিউরিক এসিড, পার অক্সাইডসমূহ, পার অক্সি এসিডসমূহ এবং তাদের লবণসমূহ।
তড়িৎ কোষ
শুষ্ক কোষের উপাদানসমূহঃ কার্বন দণ্ড, দস্তার কৌটা, কঠিন ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড, কার্বন গুড়া, অ্যামোনিয়াম ক্লোরাইড
* স্টোরেজ ব্যাটারিতে ব্যবহৃত এসিড ⇨ সালফিউরিক এসিড
জৈব রসায়ন
* অ্যালকেনসমূহঃ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অকটেন, ননেন, ডেকেন
* অ্যালকিনসমূহঃ ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপ্টিন, অক্টিন
* অ্যালকাইনসমূহঃ ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন
* অ্যালিফেটিক যৌগঃ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন
* এস্টারঃ অ্যামাইল অ্যাসিটেট, অকটাইল অ্যাসিটেট, ইথাইল বিউটারেট, ৩-মিথাইল বিউটাইল ইথানোয়েট
* যেসব মৌল হ্যালোফরম বিক্রিয়া দেয় নাঃ মিথাইল অ্যালকোহল, ফরম্যালডিহাইড
* অ্যালডিহাইডঃ
⇨ ফরমালডিহাইড বা মিথান্যাল (H-CHO)
⇨ অ্যাসিট্যালডিহাইড বা ইথ্যানাল (CH3-CHO)
⇨ প্রোপান্যাল (CH3-CH2-CHO)
⇨ বিউটান্যাল (CH3-CH2-CH2-CHO)
* জৈব এসিডঃ
⇨ ফরমিক এসিড বা মিথানোয়িক এসিড (HCOOH)
⇨ অ্যাসিটিক এসিড বা ইথানোয়িক এসিড (CH3COOH)
⇨ অক্সালিক এসিড (HOOC-COOH)
⇨ সাইট্রিক এসিড
⇨ অ্যাসকরবিক এসিড
⇨ ম্যালিক এসিড
⇨ টারটারিক এসিড
⇨ ল্যাকটিক এসিড
⇨ ট্যানিক এসিড
⇨ ক্যাফিট্যানিক এসিড
* সাইট্রিক এসিড যুক্ত খাবারঃ লেবু, কমলা
* অ্যাসকরবিক এসিড যুক্ত খাবারঃ আমলকি লেবু, কমলা, জাম টমেটো
* ম্যালিক এসিড যুক্ত খাবারঃ আপেল, কলা, জাম, টমেটো, আঙ্গুর
* টারটারিক এসিড যুক্ত খাবারঃ আঙ্গুর, তেঁতুল, আনারস, আলু, গাজর
* অক্সালিক এসিড যুক্ত খাবারঃ টমেটো, চা, গোলমরিচ
* ল্যাকটিক এসিড যুক্ত খাবারঃ দুধ
* ট্যানিক এসিড যুক্ত খাবারঃ চা
* ক্যাফিট্যানিক এসিড যুক্ত খাবারঃ কফি
অ্যারোমেটিক যৌগঃ
⇨ বেনজিন
⇨ ফেনল
⇨ ন্যাপথালিন
⇨ টলুইন
প্রাত্যহিক জীবনে রসায়ন
* সিমেন্ট তৈরির উপাদানঃ চক, চুনাপাথর, সিলিকা, আয়রন অক্সাইড, অ্যালুমিনা
* সিরামিক ইটের উপাদানঃ সিলিকা, অ্যালুমিনা, লৌহ অক্সাইড, ম্যাগনেসিয়া, জৈব পদার্থ
* রাসায়নিক অস্ত্র ও বিস্ফোরক পদার্থঃ
⇨ সারিন (C4H10FO2P)
⇨ নাইট্রোগ্লিসারিন
⇨ টিএনটি
⇨ পিকরিক এসিড: ২,৪,৬ ট্রাইনাইট্রোফেনল
* জীবাণুনাশক ও কীটনাশক পদার্থঃ
⇨ ডিডিটিঃ প্যারা প্যারা ডাইক্লোরো ডাই ফিনাইল ট্রাই ক্লোরো ইথেন
⇨ গ্যামেক্সিন বা লিনডেনঃ বেনজিন হেক্সাক্লোরাইড (C6H6Cl6)
Comments