উপমহাদেশে ইংরেজ শাসন

উপমহাদেশে ইংরেজ শাসন
গভর্নর-জেনারেল/ভাইসরয়
লর্ড ক্লাইভ
(দ্বৈতশাসন ব্যাবস্থা চালু করেন)
1758-১৭৬০

ওয়ারেন হেস্টিংস 
ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল/ প্রথম রাজস্ব বোর্ড স্থাপন/ পাঁচশালা বন্দ্যোবস্ত চালু/ দ্বৈতশাসন ব্যবস্থা রহিতকরণ)
১৭৭২-১৭৮৫

জন ম্যাক ফেরসন
১৭৮৫-১৭৮৬

লর্ড কর্নওয়ালিস
ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করেন/ দশসালা বন্দ্যোবস্ত প্রবর্তন করেন/ চিরস্থায়ী বন্দ্যোবস্ত প্রবর্তন করেন)
১৭৮৬-১৭৯৩

লর্ড ওয়ালেসলি
অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক/ ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন)
১৭৯৮-১৮০৫

লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
১৮২৯ সালের ৪ ডিসেম্বর সতীদাহ প্রথা বিলোপ করেন)
১৮২৮-১৮৩৫

লর্ড অকল্যান্ড
১৮৩৬-১৮৪২

লর্ড এলেনবুর্গ
১৮৪২-১৮৪৪

লর্ড ডালহৌসি
সত্ববিলোপ নীতি/ টেলিগ্রাফ লাইন স্থাপন/ রেল যোগাযোগ / বিধবা বিবাহ আইন)
১৮৪৮-১৮৫৬

লর্ড ক্যানিং
প্রথম ভাইসরয়/ পুলিশ সার্ভিস চালু/ প্রথম বাজেট ঘোষণা/ কাগজের মুদ্রা চালু)
১৮৫৬-১৮৬২

লর্ড মেয়ো 
১৮৭২ সালে ভারতবর্ষে প্রথম আদমশুমারি)


লর্ড লিটন
অস্ত্র আইন (The Arms Act-1978) / সংবাদপত্র আইন( Vernacular Act-1978))
১৮৭৬-১৮৮০

লর্ড রিপন
ইলবার্ট বিল/ Bengal Municipal Act-1864/ স্থানীয় শাসন ব্যবস্থা/ ফ্যাক্টরি আইন-১৮৮১/ ভারতীয় শিক্ষা কমিশন(হান্টার কমিশন) -১৮৮২)
১৮৮০-১৮৮৪

লর্ড কার্জন
১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ/ ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা)
১৮৯৯-১৯০৫

লর্ড মিন্টো
মর্লি-মিন্টো সংস্কার আইন-১৯০৯)
১৯০৫-১৯১০

লর্ড হার্ডিঞ্জ
১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ/১৯১১ সালে ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তর/ বেঙ্গল প্রদেশ সৃষ্টি)
১৯১০-১৯১৬

লর্ড চেমসফোর্ড
মণ্টেগু -চেমসফোর্ড আইন-১৯১৯)
১৯১৬-১৯২১

লর্ড মাউন্টব্যাটেন
দেশবিভাগ/স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল)
মার্চ ১৯৪৭-আগস্ট ১৯৪৭

Comments