রেলসেতু

রেলসেতু
হার্ডিঞ্জ ব্রীজ
বাংলাদেশের বৃহত্তম রেলসেতু
অবস্থান ⇨ পাবনা জেলার পাকশী ও কুষ্টিয়া জেলার ভেড়ামারা পয়েন্টে পদ্মা নদীর উপর অবস্থিত
দৈর্ঘ্য ⇨ ১.৮ কিমি/ ৫৮৯৪ ফুট
প্রস্থ ⇨ 
উদ্বোধন করেন ⇨ লর্ড হার্ডিঞ্জ
নির্মাণকাল ⇨ ১৯১০-১৯১২ সাল

ভৈরব রেলসেতু
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেলসেতু
অবস্থান ⇨ কিশোরগঞ্জ জেলার ভেরববাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ পয়েন্টে মেঘনা নদীর উপর অবস্থিত।

দৈর্ঘ্য ⇨ ৯১৬ মিটার/৩০০৫ ফুট


Comments