Right form of the Verb

Rule: Sentence এর শুরুতে Would that থাকলে Subject এর পরে Could + Verb এর Base form বসে।
অবাস্তব কল্পনা বোঝাতে এইই structure ব্যবহৃত হয়।
Structur: Would that + Subject + Could + base form + extension.
Real Examples:
⇨ 

Rule: বাক্যের Subject এ যদি ক্রিয়ার কর্তা (agent/doer-কার্যসম্পাদনকারী) উল্লেখ থাকলে বাক্যটি Active হবে। কিন্তু বাক্যের Subject এ agent না থাকলে এর কাজের বিষয়বস্তু বা কর্ম থাকলে বাক্যটি Passive হবে।
Real Examples:
⇨ Some are born famous.
⇨ The news is broadcast by the BBC several times a day.
⇨ The meeting is to be rescheduled.
⇨ Last night I came to my house to gind that the door had been broken.
⇨ That room is being used for a meeting day.
⇨ In today's globalized world, indigenous culture is being assaulted by foreign culture.
⇨ The criminal was arrested last night.
⇨ Wars are caused by human greed.
⇨ In all ages, the weak are oppressed by the strong.
⇨ Two boys and two girls have been found involved in the plot.
⇨ Mr. Khan founded this factory in 1961.
⇨ A new house is being built at the corner of the road.

Rule:
ছাড়া, নইলে, না +অসমাপিকা ক্রিয়া অর্থে But for ব্যবহৃত হয়। 
Structure:
⇨ But for + noun phrase, Subject + would gave + Vpp অথবা would + be + Extension.

Examples:
⇨ But for your help we would habe been in trounle.
⇨ But for your help, I would have failed in my attempt.

Rule: কোনো বিস্ময়কর কিছুর ঘটার পরেই আমরা বিস্ময় প্রকাশ করি। তাই How wonderful! / Hurrah! এর পরে Present Erfect অথবা Past Indefinite Tense হয়ে থাকে।
Real Examples:
⇨ How wonderful! He has been promoted.

Rule: But for দ্বারা বাক্য গঠন
Structure:-1: But for + noun phrase, Subject + Would have + V3 + Extension

Structure-2: But for + Noun phrase, Subject + Would + be + Extension


Rule: Would that দ্বারা Sentence গঠন
Struture: Would that + Could + V1 + Extension

Rule: Be Supposed to
Structure: Be supposed to + Base form

Rule: Be going to
কোনো কিছু হতে যাচ্ছে বা ঘটতে যাচ্চে, কেউ কোনো কিছু করতে যাচ্ছে বোঝাতে Be going to ব্যবহৃত হয়।

Rule: Use to
Used to + V1: অতীতে নিয়মিত কোনো কাজ করা হত কিন্তু বর্তমানে তা করা হয় না।
Be used to + verb+ ing: কোনো কাজ করে অভ্যস্ত বর্তমানে যা করা তার কাছে অদ্ভূত বা কঠিন বা নতুন কিছু নয়।
অতীতে কেউ কোনো কাজ করত বা করতে অভ্যস্ত ছিল কিন্তু বর্তমানে আর করে না বোঝাতে used to + base form ব্যবহৃত হয়। কিন্তু বর্তমানে ঐ কাজটি করতে অভ্যস্ত বুঝাতে be/gwt used to + Verb + ing ব্যবহৃত হয়।

Rule:  Would rather এর ব্যবহার
1. কোনো কিছু করা বরং ভালো অর্থে Would rather + base form ব্যবহৃত হয়।
২। অতীতকালে কোনো কিছু করা বরং ভালো ছিল অর্থে Would rather + Have + V3 ব্যবহৃত হয়।
৩। দুটি কাজের মধ্যে একটি করা বরং ভালো হবে বুঝাতে would rather + --------+ that + base form ব্যবহৃত হয়।
৪। Subject1 + would rather + subject2 + past form + extension

Rule: Had better এর ব্যবহার
বরং ভালো/উচিত অর্থে had better ব্যবহৃত হয় এবং had better এর পর verb এর base form বসে।

Rule: lest এর ব্যবহার
Lest + Subject + should/might + V1

Rule: 
Have to + V1
Has to + V1
had to + V1

Rule: 
Need not + V1
How dare + sub + V1
Dare not + V1

Rule:
Should + V1
Shouldn't + V1
Ought + V1
Oughtn't + V1
Should have + V3
Should have not + V3
Ought to have + V3
Ought not to have + V3

Rule:
Must + V1
must be + V3
mustn't be + V3
কোন ঘটনা (জানা বা পূর্বোল্লিখিত) থেকে বোঝা যাচ্ছে কোনো কিছু বর্তমানে অবশ্যই ঘটছে সেক্ষেত্রে must be + Ving
অতীতে কোন কাজ অবশ্যই ঘটে থাকবে এমন নিশ্চিত অনুমান বুঝাতে must have + V3 ব্যবহৃত হয়।
Example:
You must have heard of emperor Akbar.

Rule: May,  might এর ব্যবহার
১। বর্তমান অনুমান বোঝাতে might be + Ving ব্যবহৃত হয়
২। অতীতের কোন কাজের অনুমান বুঝাতে might have + V3 ব্যবহৃত হয়।
example:
The rain migt have stopped by now.

Rule: Can, Could এর ব্যবহার
১। বিনীত অনুরোধ করা বুঝাতে Could + V1
ex: Could you lend me TK. 500?

২। অনিশ্চিত সম্ভাবনা বোঝাতে Could have been + V3
Exg-1: The explosion could have been caused by a gas leak.

Rule: Would like এর ব্যবহার
Would like + infinitive
Eg: I would like to chase these boys away from my kitchen garden.

Rule: Feel like
Feel like + gerund

Rule:
Be + V3
Have + V3
Having + V3
Get + V3
Being + V3

Rule:
Do + V1
Do not + V1
Does + V1
Does not + V1
Did + V1
Did not + V1

Rule:
Imperative sentence এর subject (You) উহ্য থাকে বিধায় শুরুতে Verb এর base form. বসে।

Rule:
Preposition ‘to’ এর পরে verb এর base form বসে।

Rule:
Cannot help + gerund
Cannot but + V1

Rule:
Subject বস্তুবাচক + need + gerund
Subject বস্তুবাচক + want + gerund
Subject বস্তুবাচক + require + gerund

Comments