অনুপাত-সমানুপাত ও মিশ্রণ বিষয়ক সমস্যা

একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে।কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়।কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
একটি পেন্সিল এবং একটি কলমের ক্রয়মূল্যের অনুপাত ৩ঃ৭। তাদের বিক্রয়মূল্যের অনুপাত ১ঃ৪।  যদি পণ্য দুটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হয় তবে কলমের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত কত?
 সুমনের বেতন রহিমের বেতনের ২০%। লিটনের বেতন লিজার বেতনের ৭০%। লিজার বেতন রহিমের বেতনের  দ্বিগুণ। সুমন এবং লিটনের বেতনের অনুপাত কত?
এক দোকানদার প্রতি ১০০ গ্রাম ১৫ টাকা ও ২০ টাকা দরের দুই ধরনে চা কি অনুপাতে মেশালে মিশ্রিত প্রতি ১০০ গ্রাম চায়ের দাম ১৬ টাকা ৫০ পয়সা হবে?
ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত ৪ঃ৩ এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত ৫ঃ৪  হলে ১ কুইন্টাল ধান থেকে উৎপন্ন চাল ও ১ কুইন্টাল গম থেকে উৎপন্ন সুজির অনুপাত কত?

Comments