বাস্তব সংখ্যা বিষয়ক গাণিতিক সমস্যা ও সমাধান
৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে ২,৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
১ থেকে ১০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?
বৃহত্তম কোন সংখ্যা দ্বারা ২১১ এবং ৯৩৯ কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ৩ ভাগশেষ থাকবে?
কোন সংখ্যাকে ৪ ও ৬ দ্বারা ভাগকরলে প্রতিক্ষেত্রে ২ থাকে?
পরপর চারটি সংখ্যার গুণফল ৩৬০ হলে তাদের যোগফল কত হবে?১০৫৬ এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল ২৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
১, ২, ৩,৪ অংকগুলি দ্বারা ৩০০০ অপেক্ষা বৃহত্তর কয়টি সংখ্যা গঠন করা সম্ভব?
একটি সংখ্যাকে ৬৪ দ্বারা ভাগ করলে ৬৩ অবশিষ্ট থাকে।কিন্তু ঐ সংখ্যাকে ৩২ দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে?
একটি সংখ্যাকে ৫৬৭ দ্বারা ভাগ করলে ১০ অবশিষ্ট থাকে।কিন্তু ঐ সংখ্যাকে ৭ দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে?
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৪২ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৪৯। দ্বিতীয় সংখ্যাটি কত?
পাঁচটি পূর্ণসংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা হয় তাহলে উক্ত পা্চি পূর্ণসংখ্যা ঠিক কয়টি বিজোড় হবে?
Comments