সরল মুনাফা বিষয়ক সমস্যা ও সমাধান
কোন আসল ৩ বছরে মুনাফ-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩⁄৮ অংশ হলে মুনাফার হার কত?
শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরের সুদ, সুদ আসলের ১⁄৫ অংশ হবে?
বার্ষিক ৮% হার সুদে কত বছরে ৩৫০ টাকার সুদ ১৪০ টাকা হবে?
কোন মূলধন ১০ বছরে দ্বিগুণ হয়। ঐ মূলধন তিনগুণ হবে কত বছরে?
৪% হার সুদে কত টাকার ২ বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য ১ টাকা হবে?
শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ৯৫০ টাকার ৮ বছরে যত সুদ হয়, বার্ষিক ৭.৫% হার সুদে কত টাকার ১৯ বছরে তত সুদ হবে?
কোন আসল ৫ বছরের সুদসহ ৩০৬ টাকা এবং সুদ আসলের ৯⁄২৫ অংশ। আসল এবং শতকরা সুদের হার নির্নয় করুন।
মিলন ৫৬০০ টাকার কিছু টাকা ৫% সরল মুনাফায় এবং অবশিষ্ট টাকা ৪% সরল মুনাফায় বিনিয়োগ করল। সে একবছরে ২৫৬ টাকা মুনাফা পেলে ৪% হারে কত টাকা বিনিয়োগ করেছিল?
বকুল ও মুকুল একই ব্যাংক থেকে একই দিনে ১০% হার সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ধার করে। বকুল ২ বছর পর মুনাফা-আসলে যত টাকা শোধ করে ৩ বছর পর মুকুল মুনাফা-আসলে তত টাকা শোধ করে। তাদের ঋণের অনপাত কি ছিল?
শতকরা বার্ষিক কত হার সুদে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা ৩ বছরে ৫৬০নটাকা ও ৫ বছরে ৬০০ টাকায় পরিণত হয়?
কোনো টাকা ৫ বছরে ৬% হার সুদে সুদে-আসলে ১৩০০ টাকা হয়, কত বছরে ঐ টাকা সুদে-আসলে ১৩৯০ টাকা হবে?
Comments