লাভ-ক্ষতি বিষয়ক গাণিতিক সমস্যা

টাকায় ৫ টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়।১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? [৩৮ তম বিসিএস]
প্রতিটি ৩৬০০ টাকায় দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অপরটি ২০% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে? [১৮তম বিসিএস]
একজন দোকানী ৭2% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হতো এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হতো তাহলে তার ২০% লাভ হতো।দ্রব্যটির ক্রয়মূল্য কত? [১৬তম বিসিএস]
একজন বিক্রেতা একটি বই এর বিক্রয়মূল্যের উপর ৫% ছাড় দিয়ে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ করলো। যদি ঐ বই এর ক্রয়মূল্য ৩৮০ টাকা হয়ে থাকে তবে ঐ বই এর বিক্রয়মূল্য কত লেখা ছিল? [কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের অডিটর ২০১৭] 
এক টিভি বিক্রেতা ৪৫% লাভে টিভি বিক্রি করতো। মন্দার কারণে সে তার লাভের হার ৪০% করে এবং এতে তার বিক্রয় ১০% বেড়ে যায়। তার নতুন লাভ ও আগের লাভের অনুপাত কত? [সহকারী প্রশাসনিক কর্মকর্তা, BADC ২০১৭]  
৫ টাকায় ২টি করে কমলা ক্রয় করে ৩৫ টাকায় কয়টি করে কমলা বিক্রয় করলে শতকরা ৪০ টাকা লাভ হবে?
একটি জিনিস ৫৬ টাকায় বিক্রি করলে জিনিসটির ক্রয়মূল্য যত টাকা, শতকরা তত টাকা লাভ হয়। জিনিসটির ক্রয়মূল্য কত?

Comments