Parallelism & Structure Agreement
Rule-1: যখন কোনো বাক্যের ধারাবাহিক কিছু তথ্য দেওয়া থাকে, প্রত্যেক তথ্য গঠন করার জন্য একই গঠনরূপ ব্যবহার করতে হয়, তাকে Parallelism বলে। Parallelism দুই ধরণের হতে পারেঃ
১। Parallel Structure in series
২। Parallel steucture by co-ordinating and correlatives conjunction
Parallel steucture in series::বাজ্যের মধ্যের subject সম্পর্কে কোনো কিছু প্রকাশ করগে হলে noun, adjective or adver এর প্রয়োজন হয়। তবে এদের ব্যবহার series আকারে হয়। অর্থাৎ
⇨ Noun হলে সবগুলো Noun হবে
⇨ Pronoun হলে সবগুলো Pronoun হবে
⇨ Adjective হলে সবগুলো Adjective হবে
⇨ Adverb হলে সবগুলো Adverb হবে।
⇨ Infinitive হলে সবগুলো Infinitive হবে
⇨ Gerund হলে সবগুলো Gerung হবে
⇨ Past হলে সবগুলো Past হবে।
⇨ Comparative হলে সবগুলো Comparative হবে।
Parallel Structure by co-ordinating and correlatives conjunction:
And, or, but, is, ইত্যাদির আগেও যা বসে পরেও তা বসে। আবার, Both-and, Not only---but also, Either---or, Neither---nor, Whether---or, Prefer---to ইত্যাদি Comparative এর উভয় পাশে সমজাতীয় Parts of Speech বসে।
Examples:
⇨ Seeing is believing.
⇨ I missed seeing my friends and having fun with them, but stangely I missed the lessons and the teachers as well.
⇨ The lady will wash the clothes, iron the shirts and dust the furniture.
⇨ Zerin is a scholar, an athlete and an artist.
⇨ Mr. Jaman is young, enthusiatic and talented.
⇨ The man sat down silently and took his food.
⇨ Sabuj entered the room, sat, and opened his book.
⇨ Our host greeted us and led to our seats.
⇨ The rain ceased and the birds began its sform
Rule: Construction বা Structure এর সাথে মানানসই/নিয়মশুদ্ধ হলে একক Subject বিশিষ্ট বাক্যে দুটি auxiliary verb এর পরে একই রকম গাঠনিক form এর একটিমাত্র main verb ব্যবহৃত হয়।
Examples:
⇨ Because of his broken hip, John has not and possibly never will be able to run the mile again.
⇨ I never have, nor ever will hurt anybody.
⇨ I did not and will not go there.
⇨ They are, and have been, always active.
কিন্তু গাঠনিক form ভিন্ন হলে আলাদা Auxiliary verb + main verb ব্যবহার করতে হবে।
Examples:
⇨ I have never gone there, nor will ever go.
⇨ They have always helped me, and will always help me.
⇨ She never has done and she will will never do any work.
⇨ She is not running and does not intend to run for political office.
Rule: গাঠনিক form এর সাথে মানানসই হলে একটিমাত্র auxiliary verb দুটো main verb কে serve করতে পারে।
Examples:
⇨ I have lost him but got (= have got you.
⇨ Some were qcquitted, and some punished (=were punished)
কিন্তু গাঠনিক form এর সাথে মানানসই না হলে আলাদা auxiliary verb + main verb ব্যবহার করতে হবে।
Examples:
⇨ He has been enrolled, but your brother has resigned.
⇨ I have retired, and a new man has been appointed.
Rule: Conjunction এর পূর্বের এবং পরের Preposition ভিন্ন হলে দুটোই আলাদাভাবে উল্লেখ করতে হবে।
Examples:
⇨ He was appointed to and dismissed from the post on the same day.
⇨ He has come from and will return to Japan.
See more
Comments